২৫ অক্টোবর উন্মুক্ত হবে ম্যাকওএস মন্টেরি

১৯ অক্টোবর, ২০২১ ০৮:১১  
আগামী ২৫ অক্টোবর থেকে অ্যাপলের ম্যাক অপারেটিং সিস্টেমের পরবর্তী সংস্করণ ডাউনলোডের জন্য উন্মুক্ত হবে। সোমবার নিজেদের ‘আনলিসড’ অনুষ্ঠানে নতুন চিপ ও রিডিজাইন ম্যাকবুক প্রো উন্মোচনের পাশাপাশি এই তথ্য জানিয়েছে অ্যাপল। খবর এনগ্যাজেট। নতুন ম্যাকওএস মন্টেরি আপডেটে ফেসটাইমে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। স্পেশিয়াল অডিও সমর্থন, বন্ধদের সাথে শেয়ারপ্লের মাধ্যমে গান শোনা ও ভিডিও দেখার সুবিধা যুক্ত করা হয়েছে। নতুন আপডেটটির সবচেয়ে বড় সংযোজন হলো এর ইউনিভার্সাল কন্ট্রোল, যার মাধ্যমে ব্যবহারকারীরা আইপ্যাড এবং ম্যাকের মধ্যে পারস্পরিক নিয়ন্ত্রণের সুযোগ পাবেন। ব্যবহারকারীরা ড্রাগ এবং ড্রপের মাধ্যমে একাধিক ডিভাইসে ফাইল আনা-নেয়া করতে পারবেন। একইসাথে ম্যাকবুকের কীবোর্ড ব্যবহার করেই আইপ্যাডে লিখতে পারবেন ব্যবহারকারীরা। তবে ম্যাকওএস মন্টেরির প্রাথমিক বেটা সংস্করণে শেয়ারপ্লে এবং ইউনিভার্সাল কন্ট্রোল সুবিধা থাকছে না। পরবর্তী আপডেটে এই ফিচারগুলো যুক্ত হবে বলে জানিয়েছে অ্যাপল। ডিবিটেক/বিএমটি